বাংলায় বিজেপিকে পর্যুদস্ত করার পর ত্রিপুরার দিকে নজর দিয়েছে তৃণমূল। ২০১৬ সালের পর ২০২১-এও ত্রিপুরা দখলকে পাখির চোখ করে এগোচ্ছে মমতার দল। ২০১৬ সালে গড়া রাজ্য কমিটি ত্রিপুরাতে ছিলই, শুধু তাঁর অস্তিত্ব বিপন্ন হয়েছিল। একেবারে মুছে যায়নি। তবু এবার নতুন করে রাজ্য কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়। কিন্তু রাজ্য কমিটি গঠন না করে, রাজ্য স্টিয়ারিং কমিটি গঠন করল তৃণমূল।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শীঘ্রই নতুন রাজ্য কমিটি গঠন করা হবে ত্রিপুরায়। কিন্তু রাজ্য কমিটি গঠন না করে এখন শুধু রাজ্য স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। মহালয়ার দিন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তা ঘোষণা করলেন। পূর্ণাঙ্গ রাজ্য কমিটি গঠন করা হয়নি। ফলে রাজ্য সভাপতি করা হয়নি কাউকে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে কংগ্রেস ও বিজেপি করে আসা নেতা সুবল ভৌমিককে।
পাশাপাশি কমিটিতে রাখা হয়েছে সুস্মিতা দেবকে। সুস্মিতা দেব অসমের ভূমিকন্যা। তাঁকে দলের ত্রিপুরা রাজ্য স্টিয়ারিং কমিটিতে রাখা বিশেষ তাৎপর্যপূর্ণ।
0 Comments