বিজেপির পক্ষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন। দু’জনের মধ্যে কী বিষয়ে কথা হয়েছে তা জানা না গেলেও সূত্রের খবর, সর্বসম্মত প্রার্থী খুঁজতেই মমতার সঙ্গে কথা বলেন রাজনাথ। সূত্রের খবর, ফোনে রাজনাথ সিংকে রাষ্ট্রপতি ভোট নিয়ে আশ্বস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী দেখে তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নেবে বলেও জানান মমতা। সূত্রের খবর, এদিন রাজনাথকে মমতা জানিয়েছেন, বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে তাকে আমরা সমর্থন করব কি না। দিল্লীর রাজনৈতিক মহলের দাবি, মমতার এই ইঙ্গিতে স্পষ্ট শেষ পর্যন্ত বিজেপির প্রার্থীকেই তৃণমূল কংগ্রেস সমর্থন করবে।
শুধু মমতাই নয়, কংগ্রেস নেতা মল্লিকার্জুন খড়্গে, বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়ক, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও বুধবার রাজনাথ কথা বলেছেন বলে সূত্রের খবর। এক সময়ে বিজেপির সঙ্গে জোটে থাকা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গেও রাজনাথ কথা বলেছেন বলে ওই সূত্রের দাবি। জানা গিয়েছে, মমতা-সহ বাকিদের সঙ্গে প্রাথমিক ভাবে কথা বলেছেন রাজনাথ। পরে এনডিএ-র বৈঠকে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নিয়ে আলোচনা করবে বিজেপি।
আগামী ২৬ তারিখ জার্মানি সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, তার আগেই দলের সংসদীয় বোর্ড রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম নিয়ে আলোচনা করবে। তার পরে বৈঠক হবে জোট সঙ্গীদের নিয়ে।
0 Comments