বুধবার রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বৃহস্পতিবার সমস্ত জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে দেখা করেন মুখ্য নির্বাচন সুনীল আরোরা সহ কমিশনের একাধিক আধিকারিকরা। সেই বৈঠকে কমিশনের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নির্বাচন সংক্রান্ত কোন কাজে সিভিক ভলেন্টিয়ার ও গ্রীন পুলিশ কর্মীদের কাজে লাগানো যাবে না। এর পাশাপাশি আরও জানা গিয়েছে,জেলা ওয়ারি সিভিক ভলেন্টিয়ার ও গ্রীন পুলিশে যারা কর্মরত তাদের তালিকাও চাওয়া হয়েছে। এমনকি পরবর্তী সময়ে এদেরকে অন্য কাজে যাতে ব্যবহার না করা যায় সেটা নিশ্চিত করতেই এই তালিকা চেয়েছে কমিশন। বিরোধীদের অভিযোগ সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশরা তৃণমূলের ক্যাডার। কমিশনের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে, এই সিভিক ভলেন্টিয়ার ও গ্রিন পুলিশের আসলে কি কাজ করেন। আইন-শৃঙ্খলা রক্ষার পথে তাদের ভূমিকায কী,কে তাদের নিয়ন্ত্রণ করেন, তারা কি স্থায়ী নাকি চুক্তিভিত্তিক কাজ করেন!
0 Comments