বাংলা সহ ৫ রাজ্যের বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। দিল্লিতে বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে নির্বাচনি নির্ঘণ্ট প্রকাশ করে কমিশন। শুক্রবার ভোট নির্ঘণ্ট ঘোষণার শুরুতেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানান, করোনা আবহে নিরাপত্তার সঙ্গে ভোটারদের স্বাস্থ্যে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি তিনি বলান, "করোনার মধ্যে বিহারে ভোট ছিল কমিশনের কাছে বড় চ্যালেঞ্জ।"
এদিন কমিশন জানায়, ভোটে পর্যাপ্ত বাহিনী মোতায়েন থাকবে। বাড়ানো হয়েছে ভোটদানের সময়সীমাও। পাশাপাশি বাংলায় যে কমিশনের বাড়তি নজর থাকবে তা স্পষ্ট করে দিয়েছেন আরোরা। রাজ্যের ভোটে এবার দুজন পর্যবেক্ষক নিয়োগ করছে কমিশন। এদিন কমিশন জানায়, অসমে ৩ দফায় হবে নির্বাচন। কেরলে ১ দফায় হবে ভোট, তামিলনাড়ুতেও ১ দফায় ভোট হবে, পুদুচেরিতে ১ দফাতেই হবে ভোট, বাংলায় হবে ৮ দফায় ভোট।
২৭ মার্চ পুরুলিয়া, বাঁকুড়া, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর
১ এপ্রিল বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা
৬ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা
১০ এপ্রিল হাওড়া হুগলি, দক্ষিণ 24 পরগনা, আলিপুরদুয়ার, কুচবিহার
১৭ এপ্রিল উত্তর 24 পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি
২২ এপ্রিল উত্তর 24 পরগনা নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দিনাজপুর
২৬ এপ্রিল মালদা, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর
২৯ এপ্রিল মালদা মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা উত্তর ভোট হবে।
0 Comments