'বেসুরো' বলায় সাংবাদিককে চড় মারার অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারীর উপর।বেশ কিছুদিন ধরে দলের মধ্যেই বিতর্কিত মন্তব্য করছিলেন ময়নাগুড়ির বিধায়ক অনন্তদেব। তাতে দলের অস্বস্তি বাড়াচ্ছিল। মঙ্গলবার ময়নাগুড়িতে একটি জিমন্যাশিয়ামের উদ্বোধনে আসেন অনন্তদেব। অন্যান্যদের সঙ্গে ডেকে নেন সোমনাথ চক্রবর্তী নামের এক সাংবাদিককে। প্রকাশ্যেই তাঁর উপর চড়াও হন অনন্তদেব, এমনটাই অভিযোগ ওঠে। চড় মেরেই ক্ষান্ত হননি তিনি, সাংবাদিকের কাছে কৈফয়ত চাইতে থাকেন কেন তিনি এই শব্দ ব্যবহার করেছেন। অস্বস্তিতে পড়ে যান দল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতারাও।
পরে অনন্তদেবকে জিজ্ঞেস করা হলে বিষয়টি উড়িয়ে দিতে চান তিনি। তিনি বলেন, "উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাজে ভাষায় লিখছিলেন তিনি। যে ভাষায় খবর লেখেন উনি তাতে যে কোনও মানুষেরই রাগ হবে। সেটাই ওকে বলেছি।"
0 Comments