মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে প্রায় ১০ বছর ধরে আটকে আছে বাংলাদেশের সঙ্গে ভারতের প্রতিশ্রুত তিস্তার জলবণ্টন চুক্তি।
গত ১৭ ডিসেম্বর শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে দুই দেশের শীর্ষ বৈঠকের পর জানা গিয়েছে, তিস্তা চুক্তি সইয়ের ব্যাপারে ভারত অঙ্গীকারবদ্ধ। কিন্তু মমতার আপত্তির কারণে চুক্তি সইয়ের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। এখন প্রশ্ন উঠছে মমতার কারণেই তিস্তার জল বণ্টন অব্যাহত রয়েছে।এখনো পর্যন্ত মমতার যে অবস্থান তাতে তিনি নয়াদিল্লিকে ঢাকার সঙ্গে তিস্তার জলবণ্টন চুক্তি করতে দেবেন না।
0 Comments