প্রবল চাপে তৃণমূল কংগ্রেস তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী পদ ছেড়েছেন আগেই এবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু। বিজেপি শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দেখা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও। এরপরই শনিবার অমিত শাহের সঙ্গে রাজ্যে দেখা যাবে তাঁকে। তার আগে বুধবার বিধানসভায় গিয়ে নন্দিগ্রামের বিধায়ক পদ থেকেও ইস্তফা দিয়েছেন শুভেন্দু। বিজেপি সূত্রে খবর, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে উপমুখ্যমন্ত্রী করা হবে শুভেন্দুকে। এই মর্মে কার্যত বিজেপির সঙ্গে রফা হয়েছে শুভেন্দুর।
0 Comments