বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। কিন্তু অধিকারী পরিবারের বাকি সদস্যরা এখনও পর্যন্ত নীরব।শুভেন্দু অধিকারী দলের প্রতীক ব্যানার ছাড়া সভা করার শুরু থেকেই অধিকারী পরিবারের বাকি সদস্যদের ঘিরে জল্পনা তৈরি হয়। যদিও পরিবারের সদস্যদের কারও মুখ থেকেই তৃণমূল বা বিজেপির পক্ষে-বিপক্ষে কোনও মন্তব্য পাওয়া যায়নি। জানা গিয়েছে,
আগামীকাল অর্থাৎ বুধবার কাঁথিতে শক্তি পরীক্ষার সভা রয়েছে তৃণমূলের। ওই সভায় থাকবেন তৃণমূল সাংসদ সৌগত রায় ও ফিরহাদ হাকিম। এই সভায় যোগ দিতে আহ্বান জানানো হয়েছে শিশির অধিকারীকেও। কিন্তু শিশির বলেছেন, ‘‘আমার শরীর ভাল নেই। গত ১৭-১৮ দিন আমি এক পা-ও হাঁটতে পারিনি। দু'মিনিটের জন্য পা মাটিতে রাখতে পারছি না। চিকিৎসকরাও বাড়ির বাইরে কোথাও যেতে নিষেধ করেছেন।’’ অন্যদিকে জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি অখিল গিরি জানিয়েছেন, শিশিরের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে কাঁথি পুরসভায়।ভেন্দুর ভাই দিব্যেন্দু তমলুকের সাংসদ। তাঁর ছোট ভাই সৌমেন্দু কাঁথি পুরসভার চেয়ারম্যান। শিশিরকে আমন্ত্রণ জানানো হলেও তাঁদের দু’জনকে অবশ্য সভায় উপস্থিত থাকার জন্য আলাদা করে কিছু বলা হয়নি।
0 Comments