আজ শ্রী শ্রীমায়ের ১৬৮ তম জন্মতিথি। মঙ্গলবার ভোর থেকেই বিশেষ পুজো-পাঠের আয়োজন হয়েছে বেলুড় মঠে। মায়ের জন্মতিথি উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে বেলুড় মঠ। তবে দর্শনার্থীদের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। বেলুড় মঠের তরফে জানানো হয়েছে, কোভিড ১৯ এর কারণেই এবার মঠের কোনও অনুষ্ঠানেই দর্শনার্থীদের প্রবেশে অনুমতি দেওয়া হয়নি। তবে দুর্গাপূজা বা কল্পতরু অনুষ্ঠানের মেতো মায়ের জন্মতিথি পুজোও সরাসরি দেখানো হচ্ছে মঠের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। এদিন ভোর থেকেই বিশেষ পুজো হচ্ছে মঠে মায়ের মন্দিরে। হোম হয়েছে। মায়ের কথা আলোচনাও চলবে সারাদিন ধরে। বেলুড়ের পাশাপাশি বাগবাজার মায়ের বাড়িতেও বিশেষ পুজো-অর্চনার আয়োজন করা হয়েছে। সেখানেও অবশ্য প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
0 Comments