রাজ্যে বিধানসভা ভোটে হাইভোল্টেজ ম্যাচে কার্যত গোটা দেশের নজর নন্দীগ্রামের দিকে। দ্বিতীয় দফার ভোটে সেই কেন্দ্রে অবশ্য মানুষের পছন্দ ইভিএম বন্দী হয়ে গিয়েছে। কিন্তু তারপরও বিতর্ক থামছে না নন্দীগ্রাম নিয়ে। এবার প্রকাশ্যে এল নন্দীগ্রাম নিয়ে প্রশান্ত কিশোর তথা তাঁর সংস্থা আইপ্যাকের অভ্যন্তরীন সমীক্ষা রিপোর্ট। আর সেই রিপোর্ট প্রকাশ্যে আসতেই সরগরম রাজ্য রাজনীতি। ইতিম্যেই সেই সমীক্ষার ছবি টুইট করেছেন একাধিক বিজেপি নেতা। কী মনে করছে পিকের সংস্থা আইপ্যাক? ভাইরাল হওয়া সেই ছবিতে স্পষ্ট, পিকের টিম মনে করছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত। সমীক্ষার সেই রিপোর্টে দেখা যাচ্ছে নন্দীগ্রামের পাশে লেখা রয়েছে বিজেপি সেখানে জিতছে। এই ছবি নিয়েই চাপানোতর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই করা নিয়ে আপত্তি ছিল পিকের। কিন্তু শেষ পর্যন্ত ননাদীগ্রাম থেকেই লড়াই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই কেন্দ্রের সমীক্ষা প্রকাশ হতেই নড়েচড়ে বসেছে তৃণমূল। যদিও আইপ্যাকের দাবি এই সমীক্ষা রিপোর্ট ভুয়ো। বিজেপি আইটি সেলের ওপর দায় চাপিয়েছে তারা।
0 Comments