সোদপুর পানিহাটি দণ্ডমহোৎসবে চূড়ান্ত বিশৃঙ্খলার জেরে মৃত্যু হল তিন জনের। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছেন আরও পঞ্চাশ জন। দণ্ডমহোৎসব সাধারণত দই-চিড়ে উৎসব বলে পরিচিত। সেখানে প্রতিবছরই প্রায় লক্ষাধিক পূণ্যার্থী আসেন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। গরমে এবং বিশৃঙ্খলার জেরে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। এর মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অনেকেই। হাসপাতাল সূত্রে খবর, তার মধ্যে পঞ্চাশ জনের অবস্থা আশঙ্কাজনক।
0 Comments