সুরজিৎ আঁকুড়ে:- বিশেষজ্ঞরা মনে করছেন, টিকা মানেই করোনার হাত থেকে মুক্তি হয়ে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর বার্তা। বহু মানুষের জীবন ও জীবিকা বেঁচে যাওয়া। ফলে খুশির প্রতিফলন সারা বিশ্বের শেয়ার সূচকে। ভারতও তার শরিক।গত সপ্তাহের প্রথমে সুখবর দিয়েছিল আমেরিকার ফাইজ়ার। জানিয়েছিল, তাদের করোনা ভ্যাকসিন ৯০% কার্যকরী। সেই খবরে নজিরবিহীন উচ্চতায় পৌঁছয় সেনসেক্স। তার পরেই রাশিয়া জানায়, তাদের ‘স্পুটনিক ভি’ ৯২% সফল। সূচক বহাল রাখে রেকর্ড গড়ার দৌড়। এ বার আমেরিকারই মর্ডানার দাবি, তাদের প্রতিষেধক যে ৯৪.৫% কার্যকরী, সেটা প্রমাণিত। বাঁধ ভাঙা উল্লাসে সেনসেক্স মঙ্গলবার এই প্রথম ছুঁল ৪৪ হাজারের মাইলফলক।তবে বাজার নিয়ে চূড়ান্ত চিন্তিত রয়েছেন বিশেষজ্ঞদের অনেকেই। মূলধনী বাজার নিয়ে গবেষণা সংস্থা ভ্যালু রিসার্চের এমডি ধীরেন্দ্র কুমার বলেন, ‘‘ধন্দ এই কারণেই যে, দেশের অর্থনীতিতে উন্নতি চোখে পড়ছে না। অথচ সূচক দৌড়চ্ছে রকেটের গতিতে।’’
অজিতের মতো বিশেষজ্ঞেরা মনে করছেন,মুনাফা ঘরে তুলতে শেয়ার বিক্রির জেরে সূচক পড়তেই পারে। তবে সংশোধন হলেও বাজারের মুখ উপরের দিকেই থাকবে।
0 Comments