রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির তুরূপের তাস সংখ্যালঘু মুখ? রাজধানীর অন্দরে এখন সেই জল্পনাই তুঙ্গে। বিজেপি দলীয় সূত্রে খবর, রাষ্ট্রপতি ভোটে এবার কোনও মুসলিম মুখকে সামনে রাখতে চায় পদ্মশিবির। এ ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে দু'জনের নাম উঠে আসছে। মুখতার আব্বাস নখভি এবং আরিফ মহম্মদ খান। তবে ভরে ভারে নখভিকেই এগিয়ে রাখতে চাইছেন বিজেপি নেতারা। যদি সব ঠিক ঠাক এগোয় তবে নখভিকেই রাষ্ট্রপতি পদপ্রার্থী করবে বিজেপি। আগামী মাসে রাষ্ট্রপতি নির্বাচন হবে। তার আগে জার্মানি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী। তাই তড়িঘড়ি বিজেপির সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে। চলতি মাসের সেই বৈঠক থেকেই আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করবে বিজেপি। মূলত বিরোধীদের গোড়াতে মারতেই মুসলিম প্রার্থী সামনে রাখতে চায় বিজেপি।
0 Comments