এক অদ্ভুত সমাপতন। মাসখানেক বাদেই রাজ্যে বিধানসভা ভোট। উপলক্ষ্য যাই হোক না কেন নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এক মঞ্চ ভাগাভাগি করতে গিয়ে তিনি যে যারপরনাই বিরক্ত এবং রুষ্ট ছিলেন তা ভিক্টোরিয়ায় মুখ্যমন্ত্রীর আগমনের পর থেকেই তাঁর বডিল্যাঙ্গুয়েজ থেকেই স্পষ্ট ছিল। আর সেখানেই কার্যত আগুনে ঘিয়ের কাজ করেছিল জয় শ্রীরাম স্লোগান। যা শুনে নিজেকে আর ধরে রাখতে পারেননি মমতা। রাগে অগ্নিশর্মা হয়ে কলকাতায় একই মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কার্যত ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ভর্তসনা নয়, নিজে বক্তব্যই রাখলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির জন্মদিবসে কোনওটাই কাঙ্খিত ছিল না। না তো মুখ্যমন্ত্রীর বয়কট, না তো ভিক্টোরিয়া প্রাঙ্গণ থেকে জয় শ্রীরাম স্লোগান। মুখ্যমন্ত্রী বক্তব্য রাখার সময় কেনই বা এই স্লোগান উঠব? এত হাইপ্রোফাইল একটি অনুষ্ঠানে যারা তারস্বরে স্লোগান দিলেন তাঁরা কি আমন্ত্রিত ছিলেন? যদি আমন্ত্রিতই হন তবে চিন্তার আছে বইকি! অন্যদিকে শ্রীরাম স্লোগানে এত অসহিষ্ণুতা কেন? মুখ্যমন্ত্রী অবশ্য আগেই এই স্লোগানকে গালাগালির তকমা দিয়ে দিয়েছিলেন। সুতরাং তিনি যে এই স্লোগান শুনে বিষোদগার করবেন তা জানাই ছিল। সেই সুযোগ নিয়েছিলেন আজকের কিছু দর্শক। তার জন্য সরাসরি বয়কটের পথে হাঁটাও কি ঠিক হয়েছে? প্রশ্ন অনেক উত্তর মেলা এখনই সম্ভব নয়, তবে সামনেই ভোট সেদিকেই তাকিয়ে সব পক্ষ।
0 Comments