নারী নির্যাতন নিয়ে নানা আইন থাকলেও এক্ষেত্রে বঞ্চিত পুরুষরা। কোনও আইনি রক্ষাকবচ না থাকায় নির্যাতনের শিকার হয়েও অনেক সময়ই সুবিচার মেলে না ভুক্তভোগীদের। তাই এবার বাংলাদেশে (Bangladesh) জোরাল হয়েছে পুরুষ নির্যাতন বিরোধী আইনের দাবি।
জানা গিয়েছে, পুরুষদের স্বার্থরক্ষায় নয়া আইনের দাবি তুলেছে ‘বাংলাদেশ মেনস রাইটস ফাউন্ডেশন’ নামের সরকার স্বীকৃত একটি সামাজিক সংগঠন। দেশে পুরুষ নির্যাতন বিরোধী আইন প্রণয়নের দাবি নিয়ে আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস উদযাপন করবে এই সংগঠনটি। নির্যাতিত পুরুষদের সহযোগিতার জন্য গঠিত প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী দেশে প্রতিদিন কমপক্ষে পাঁচজন করে বিবাহিত পুরুষ তাঁদের স্ত্রীর হাতে নির্যাতনের শিকার হন। সেই হিসেবে বর্তমানে দেশের বিবাহিত পুরুষদের প্রায় ৮০ শতাংশই কোনও না কোনও সময়ে নারীদের দ্বারা নির্যাতিত। এদের মধ্যে উচ্চবিত্ত, প্রশাসনিক আধিকারিক থেকে নিম্নবিত্তরাও রয়েছেন।
0 Comments