তৃতীয় দফা ভোটের আগে ফের বিতর্কে জড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোট। তার আগের দিন হুগলির জনসভা থেকে তীব্র ভাষায় বৈষ্ণব সমাজ এবং ভক্তদের চরম অপমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য স্পষ্ট, বৈষ্ণব সমাজের মহামন্ত্র হরে কৃষ্ণ, হরে রাম দাঙ্গার মন্ত্র, চোরের মন্ত্র। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জনসভায় বলেন, "হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, চুরি কর ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, দাঙ্গা বাঁধাও।" তিনি প্যারোডির সুরে বললেও আসলে কৃষ্ণ ভক্তদের কাছে চরম অপমানের বিষয় এটি৷ মমতার এই বক্তব্যে চরম উষ্মা প্রকাশ করেছে বৈষ্ণব সমাজ। তাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রী একজন হিন্দু এবং ব্রাহ্মণ হয়েও হরে কৃষ্ণ মহামন্ত্রকে কীভাবে অপমান করার সাহস পেলেন? কৃষ্ণভক্তদের দাবি এদিন মুখ্যমন্ত্রী শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্রকে নয় পাশাপাশি অপমান করেছেন চৈতন্য মহাপ্রভুকেও। এর যে বিরূপ প্রতিফলন সামনের ভোটে পড়বে তা স্পষ্ট। বিরোধীরা অবশ্য বলছেন মুখ্যমন্ত্রীর মাথা কাজ করছে না তাই পাগলের মত যা খুশি তাই তিনি বলে যাচ্ছেন। তিনি জানেনও না কি বলছেন। হারার ভয়েতেই মাথা খারাপ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।
0 Comments