দীর্ঘ দিন ধরে যারা ডিএ-র জন্য অপেক্ষা করছেন তাদের জন্য অবশেষে এল সুখবর ৷ দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীষ সিসোডিয়া এই বিষয়ে জানিয়েছেন, unskilled, Semi Skilled ও Skilled এবং অন্যান্য শ্রেণির কর্মচারীদের ডিএ বাড়ানো হবে ৷রাজ্য সরকারের এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ কর্মচারীরা এবার থেকে বেশি বেতন পাবেন ৷ কেন্দ্র সরকারের তরফে জানানো হয়েছে, জুন ২০২১ এর পর সমস্ত সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে ৷ করোনা সঙ্কটের মধ্যে আর্থিক গতিবিধির উপর নজর রাখার জন্য ডিএ আটকে রাখা হয়েছিল ৷ বর্তমানে ১৭ শতাংশ হিসেবে ডিএ দেওয়া হয় ৷ ডিএ বৃদ্ধি হওয়ার পর ২১ শতাংশ হিসেবে দেওয়া হবে ৷ তবে আপাতত ডিএ বৃদ্ধি স্থগিত রেখেছে মোদি সরকার। সমস্ত শ্রমিক ও কর্মচারীরা যাতে ডিএর টাকা পায় তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন সিসোডিয়া ৷ দিল্লিতে unskilled শ্রমিকরা মাসে ১৫৪৯২ (৫৯৬ টাকা প্রতিদিন), Semi Skilled শ্রমিকরা মাসে ১৭০৬৯ টাকা (৬৫৭ টাকা প্রতিদিন) এবং Skilled শ্রমিকরা মাসে ১৮৭৯৭ টাকা (৭২৩ টাকা প্রতিদিন ) বেতন ঠিক করা হয়েছে ৷এছাড়া ক্লার্ক বা সুপারভাইজার স্তরে কর্মচারীদের ন্যূনতম বেতন বৃদ্ধি করা হয়েছে ৷
0 Comments