রাজ্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের বিরুদ্ধে এবার কঠোর অবস্থান নিল ইমাম সংগঠন। বৃহস্পতিবার এবছরের উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। সেই সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানান, এবছর একজন মুসলিম ছাত্রী প্রথম স্থান পেয়েছে। এরপরই শোরগোল পড়ে যায় শোস্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে এবার কড়া বিবৃতি জারি করে ইমাম সংগঠন। কেন শিক্ষা সংসদের চেয়ারে বসে সাম্প্রদায়িক তাস খেলা হল তা নিয়েও প্রশ্ন তুলেছে ইমাম সংগঠন। পাশাপাশি অবিলম্বে মহুয়া দাসকে পদ থেকে বরখাস্ত করার দাবিও জানিয়েছে মুসলিম সংগঠন। মহুয়া দাসের বক্তব্যের সমালোচনায় সরব হয়েছে শিক্ষক মহলও। সংশ্লিষ্ট মহলের দাবি, একজন ছাত্রছাত্রীর পরিচয় কখনও ধর্মীয় পরিচয় হতে পারে না। এই ঘোষণা করে কলঙ্কিত করলেন তিনি।
0 Comments