কড়া মনোভাব নিয়ে বাংলায় ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন তা আগেই বোঝা গিয়েছিল শুক্রবার তা কার্যত স্পষ্ট করে দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। এবার রাজ্যে ভোটের জন্য অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ করছে কমিশন। যার মধ্যে প্রধান পর্যবেক্ষক রয়েছেন অজয় নায়েক তাঁর সঙ্গে রয়েছেন বিশেষ পর্যবেক্ষক ভি মুরলি কুমার। পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে বিবেক দুবে এবং মৃণাল কান্তি দাসকে। অজয় নায়েক যে কমিশনের অত্যন্ত আস্থাভাজন এদিন সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিয়েছেন সুনিল আরোরা। তিনি বলেন, " তিনি অত্যন্ত দক্ষ অত্যন্ত পরিশ্রম এবং কঠোর মনোভাবের অফিসার। বিহারের বিধানসভা নির্বাচনে তিনি যথেষ্ট দক্ষতার সঙ্গে কাজ করেছেন।" অন্যদিকে বিবেক দুবে কে নিয়েও যে কমিশন যথেষ্ট স্বচ্ছন্দ তাও সাফ জানিয়ে দিয়েছেন আরোরা। এই বিবেক দুবে গত লোকসভা নির্বাচনেও বাংলায় পুলিশে পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি যে দক্ষতার সঙ্গে লোকসভা নির্বাচনে কাজ করেছেন তাকে ফের দায়িত্ব দিয়ে সেই বিষয়টি প্রমাণ করলেন জাতীয় নির্বাচন কমিশনের সুনিল আরোরা।
0 Comments