হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢুকে পদ্ম ফোটাব। হুঙ্কার দিয়েছিলেন দলত্যাগী শুভেন্দু। বিজেপি নেতার সেই দাবি কি তাহলে সত্যি হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের মন্তব্য ঘিরে নতুন করে চড়ছে জল্পনার পারদ। কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আগামী দিনে কি হবে সেটা কেউ বলতে পারে না'। তারপরেই জল্পনার পারদ চড়তে শুরু করেছে। তাহলে কী মমতা নিজের ঘরেই আস্থা হারাচ্ছেন।
কালীঘাটও কি সুর বদলাতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আগামী দিনে কি হবে সেটা কেউ বলতে পারে না। কাল কী করব আমি তাও জানি না।' এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তাহলে কী কালীঘাটেও ঢুকে পড়েছে বদলের হাওয়া।
বিজেপিতে যোগ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছিলেন এবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটেও ঢুকবে পদ্ম ফোটাবেন তিনি। অভিষেক শুভেন্দুকে নিজের বাড়িতে পদ্মফোটানের কথা বলেছিলেন। তার পাল্টা জবাবে এই মন্তব্য করেছিলেন শুভেন্দু। তারপরেই মুখযমন্ত্রীর ভাইয়ের মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। শুভেন্দু অভিষেককে আক্রমণ করে বলেছিলেন এবার কালীঘাটে ঢুকে পদ্মফোটাবেন তিনি। সেই পথেই কি তাহলে এগোচ্ছে বিজেপি।
0 Comments