সুরজিৎ আঁকুড়ে:- রাজ্যে লকডাউন চলাকালীন ব্যাঙ্কের নিরাপত্তার কথা মাথায় রেখে ব্যাঙ্ক খোলার ক্ষেত্রে নিয়মে বেশ কিছু রদবদল আনা হয়েছিল। যদিও নিউ নর্মাল হলেও করেনার প্রকোপ এখনও কাটেনি।সদ্যই শেষ হয়েছে উৎসবের মরশুম ৷ তবে বছরের শেষ অর্থাৎ ডিসেম্বর মাস মানেই ফের উৎসবের মরশুম।সুতরাং ব্যাঙ্ক কর্মীদেরও ডিসেম্বরে ছুটির সংখ্যা নোহাতই কম নয় ৷ ডিসেম্বর মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা। তাই সময়ের আগেই গুরুত্বপূর্ণ কাজ সেরে নিন। কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক জেনে নিন-
৬, ১৩, ২০ এবং ২৭ ডিসেম্বর এই ৪ দিন হল রবিবার ৷ তাই ওই দিনগুলিতে ব্যাঙ্কের ধার্য ছুটি ৷ পাশাপাশি দ্বিতীয় শনিবার ১২ ডিসেম্বর এবং চতুর্থ শনিবার হল ২৬ ডিসেম্বর ৷ অর্থাৎ ২৫ ডিসেম্বর ক্রিসমাসের ঠিক পরের দিনই আবারও ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা। কারণ ২৫ ডিসেম্বর ক্রিসমাসের ছুটির পাশাপাশি ২৬ তারিখ মাসের চতুর্থ শনিবার এবং ২৭ তারিখ রবিবার পড়ায় পরপর তিন দিন ছুটি পাচ্ছেন ব্যাঙ্ক কর্মীরা ৷ তাই সকলেই নিজেদের গুরুত্বপূর্ণ কাজ সময়ের আগে সেরে নিন।
0 Comments