নিজেই নিজেকে হাসির খোঁড়াক করে তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে বরাবরই তিনি ছিলেন রাহুল গান্ধীর প্রতিচ্ছবি। তাঁকে নিয়ে ঠাট্টা তামাশা চলত। এবার নিজেই সেই তামাশায় ইন্ধন যোগালেন অভিষেক। দেশের রাজনীতিতে রাহুলকে নিয়ে ব্যঙ্গ করতে ছাড়েন না কেউই। কখনও বিজেপি তাঁকে রাহুল বাবা কখনও আবার বাচ্চা ছেলের সঙ্গে তুলনা করে থাকে। বারবার এক অপমানে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন রাহুল। প্রকাশ্যেই বলেছিলেন তিনি "পাপ্পু"। যার খেসারত তাঁকে গুনতে হয়েছে। সেই একই ভুল করলেন অভিষেক৷ ভাইপো শুনতে শুনতে বিরক্ত হয়ে তিনি প্রকাশ্যেই ঘোষণা করলেন তাঁর নাম নিয়ে যা খুশি বলতে, পরোক্ষে নয়। (অশিক্ষিত নাকি অর্ধশিক্ষি!) অভিষেক জানতেও পারলেন এই বক্তব্যে তাঁর কতটা ক্ষতি হতে পারে। তিনি বলেছিলেন, আদতে তিনি কার সন্তান তাঁর হিসেব দেবেন যদি তাঁর নাম নিয়ে কথা বলা হয়। সে তিনি কী এবং তাঁর জিনগত পরিচয় নিয়ে আমরা চিন্তিত নই, কিন্তু রাজনৈতিক মহল বুঝতে পারছে না যে নাম না নিলে ক্ষতিটা ঠিক কী ছিল? এখন তো কেউ নিজের পোষা কুকুরের নাম রাখছেন অভিষেক তো কেউ রাস্তার শূকর শাবকের নাম রাখছেন অভিষেক। তাতেইবা ক্ষতি কী? আর কতজনের বিরুদ্ধেই বা তিনি আইনি পদক্ষেপ নেবেন বা নিতে পারেন? তাঁর মানে তো প্রমানিত তিনি যা দম্ভের সঙ্গে বলেছিলেন তা ঠিক নয়।
0 Comments