আজ স্বামী বিবেকানন্দের ১৬৮ তম জন্মদিন দেশে তো বটেই গোটা বিশ্বে মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। বিভিন্ন সংগঠন এমনকি রাজনৈতিক দলের পক্ষ থেকেও স্বামীজির জন্মদিন পালন করা হচ্ছে। মাস খানেক পরেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে স্বাভাবিক ভাবেই স্বামী বিবেকানন্দের জন্মদিনকে তুরুপের তাস করতে পিছপা হয়নি কোনও দলই। তার মাঝেই তাল কাটল। স্বামীজির জন্মদিনে তাঁকে চূড়ান্ত অপমান করে বসল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে স্বামীজিকে শ্রদ্ধা জানানোর জন্য যে ফ্লেক্স ছাপানো হয়েছে সেখানে বিবেকানন্দের ছবির বদলে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। যা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। অনেকেই বলছেন, নক্যারজনক রাজনীতি করছে তৃণমূল। অনেকে আবার ব্যঙ্গের সুরে বলছেন তৃণমূলের থেকে এটাই কাম্য। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। বিষয়টি নিয়ে উষ্মা প্রকাশ করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। বিষয়টি যে একেবারেই কাম্য নয়, তা স্পষ্ট জানিয়ে দিয়েছে রামকৃষ্ণ মঠ ও মিশন।
0 Comments