সুরজিৎ আঁকুড়ে:- বিরোধী মত প্রকাশ করে রাজ্য সরকার বা শাসকদলের সমালোচনা করে কোনও পোস্ট করলেই পুলিশ এফআইআর করে তাদের গ্রেফতার করছে। প্রধানত
এই রাজ্যে অনেককেই পুলিশি হেনস্থার শিকার হতে হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এক মামলার শুনানিতে দেশের সর্বোচ্চ আদালত কলকাতা পুলিশকে কড়া ধমক দিল। মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা করলে কাউকে হেনস্থা করা যায় না। এর পাশাপাশি সর্বোচ্চ আদালত আরও জানিয়েছে, সরকারের সমালোচনা করে কিছু পোস্ট করলেই তা নিয়ে FIR করলে সেটা অপরাধ বলে গণ্য হয় না। লকডাউনের প্রথম দিকে কলকাতার রাজাবাজারের লকডাউন অমান্য করার একটি ভিডিও পোস্ট করেন রোশনি বিশ্বাস নামে এক মহিলা। তিনি দিল্লির বাসিন্দা। সোশাল মিডিয়ায় ওই ভিডিও দিয়ে পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই কলকাতা পুলিশের তরফে গত ১৩ মে বালিগঞ্জ থানায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়। পাশাপাশি সমন পাঠানো হয় জিজ্ঞাসাবাদের জন্য। রোশনিদেবীও হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট তাঁকে কলকাতা পুলিশের সঙ্গে সহযোগিতার নির্দেশ দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা পুলিশকে কড়া ভৎসনা করেছে।পাশাপাশি বিচারপতিরা প্রশ্ন তোলেন, যদি বিদেশে বসে কেউ সরকারের বিরোধীতা করে সোশাল মিডিয়ায় সরব হন তবে কী তাকেও সমন পাঠানো হবে কলকাতা বা দিল্লিতে হাজিরা দিতে? দেশটাকে স্বাধীন থাকতে দিন। উল্লেখ্য এর আগেও রাজ্য সরকারকে সমালোচনা করায় অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র এবং কংগ্রেস নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি বহু সাধারণ নাগরিককে গ্রেফতার ও কেস দিয়ে হেনস্থা করা হয়েছে এই বঙ্গে।
0 Comments