সুরজিৎ আঁকুড়ে:- চাকরির পরীক্ষায় ভুল প্রশ্নপত্র, নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতি, ফল প্রকাশ করে নিয়োগ না করার অভিযোগ এরাজ্যে নতুন ঘটনা নয়৷ আর এবার প্রকাশ্যে এল দুর্নীতির অভিযোগ। উঠে এল পুলিশের কনস্টেবল পদে নিয়োগের ঘটনা ৷ জানা গিয়েছে, কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল ২০১৯ সালে৷ তিন ধাপে পরীক্ষার পর গত ১৫ অক্টোবর ফল প্রকাশিত হয় ৷ এর পরই শুরু হয় নয়া জল্পনা। সামনে আসে চরম দুর্নীতি৷ প্রার্থীদের অভিযোগ, আচমকা কাট অফ মার্কস বাড়িয়ে দিয়ে বেকারদের চাকরি না দেওয়ার পন্থা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷
প্রশ্ন হল ৩৮ পাওয়া একজন প্রার্থী সর্বোচ্চ ১৫-র মধ্যে ১৫ পেলে তাঁর মোট নম্বর হয় ৫৩৷ কিন্তু দেখা গেল কাট অফ মার্কস হয়েছে ৫৬৷ অর্থাৎ ১৫-এর মধ্যে ১৮ দেওয়া হয়েছে৷ এই বাড়তি ৩ নম্বর কোথা থেকে এল? এদিকে প্রতিবাদে সামিল হতেই পুলিশ হতে চাওয়া ওই যুবকদের হেনস্থা হতে হল পুলিশকর্মীদের হাতেই৷ তাঁদের অভিযোগ, কতদিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এখনও পুলিশে ২৬ হাজার নিযোগ বাকি রয়েছে৷ পুলিশের কনস্টেবল পদে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল৷ প্রলিমিনারি এবং মোট তিনটি ধাপে পরীক্ষা দেওয়ার পর ১৫ নম্বরের ভাইবা পরীক্ষা হয়৷ এই পরীক্ষার পর যখন ফল প্রকাশিত হয়, তখন দেখা যায় আচমকা ১৫ নম্বর বেড়ে গিয়ে ১৮ নম্বর হয়েছে৷ এই অদ্ভূত নিয়মের ফাঁদে পড়ে কয়েক হাজার পরীক্ষার্থীর জীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে৷
, 2020-12-09 02:56:36