ফের সংবাদমাধ্যমের ওপর নেমে এল সরকারের খড়্গ। সাংবাদিক অর্ণব গোস্বামীর (Arnab Goswami) বাড়িতে ঢুকে যেভাবে পুলিশ কার্যত তাণ্ডব চালাল বুধবার তা এক কথায় গুণ্ডাগিড়ি। এই ঘটনা নতুন নয়, যখনই সংবাদমাধ্যম সরকারের সমালোচনায় সরব হয়েছে তখনই গর্জে উঠেছে শাসক। তার ব্যতিক্রম হল না মহারাষ্ট্র সরকার (Maharastra Govt.)। কংগ্রেস-শিবসেনা জোট সরকার একজন সাংবাদিককে ধরতে শেষ পর্যন্ত এনকাউন্টার স্পেশালিষ্টকে পাঠাতে হল কেন? একই ভাবে প্রশ্ন উঠছে অনেক, সকাল ৬টার সময় বাড়িতে জোর করে ঢুকে মহিলা, বাচ্চাদের উপর অত্যাচার করার অধিকার ওই পুলিশ অফিসারদের কে দিলেন? আসলে উগ্রবাদি দল শিবসেনা কার্যত গোটা মহারাষ্ট্র জুড়ে ত্রাস, আতঙ্ক ছড়িয়ে শাসন করতে চায়। ক্ষমতার লোভে সেই উগ্রবাদি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছে কংগ্রেস। তার মাশুল গুনতে হচ্ছে সাধারন মানুষকে। এদের কালো দিক গুলো তুলে ধরেছিল অর্ণব, কার্যত তার হিসেব চোকাতে হচ্ছে তাঁকে। বদলার রাজনীতিতে অভ্যস্ত কংগ্রেস। তার শিকার অর্ণব। অর্ণবের গ্রেফতারিতে স্পষ্ট ভয় দেখিয়ে সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার বারবার চেষ্টা করেছে কংগ্রেস। যখনই রাজ্যে বা কেন্দ্রে ক্ষমতায় এসেছে কংগ্রেস তখনই সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের উপর নেমে এসেছে খড়্গ।
0 Comments