সময়টা খুব একটা ভালো নয়। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নিরপেক্ষতাও আজ প্রশ্নের মুখে। সেই সময়ে আমাদের জন্ম। সুতরাং সমস্যা অনেক। কিন্তু আমাদের প্রশ্ন থাকবে সকলের জন্য। আমরা স্বাধীন, নিরপেক্ষ, যুক্তিবাদী। আমরা সংশয়হীন, তর্কশীল, কিন্তু সহিষ্ণুও বটে। আসুন কথা হোক। পরস্পরের প্রতি শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস রেখে আলোচনা হোক। শেষ কথা বলার স্পর্ধা কারও যেন না হয়। আবার কোনও স্বরই যেন দুর্বল বলে উপেক্ষিতও না হয়। এই রকম ভাবনার একটা ইন্টারনেট-ভিত্তিক বিশ্বব্যাপী কমিউনিটি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
ধন্যবাদ,
নবনীতা মুখার্জি
মুখ্য সম্পাদক